ইতিহাসঃ
বাঘা উপজেলার ৩নং পাকুড়িয়াইউনিয়ন সংলগ্ন বলরামপুর গ্রামে অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র টি এলাকার জনসাধারনের স্বাস্থ্য সুরক্ষারকথা মাথায় রেখে ১৯৮৯ সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । এই স্বাস্থ্য কেন্দ্রটির মাধ্যমে এলাকার জনগনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ।
সোবা সমূহঃ
৩নং পাকুড়িয়া ইউনিয়নের প্রানকেন্দ্র হাসপাতালটি অবস্থিত। এখানে তিনজন রেজিঃ ডাক্তার কর্মরত আছে। এখান হতে প্রতিদিন মানুষ বিভিন্ন রোগের চিকিৎসা পেয়ে থাকেন।এসম্ত সেবা গুলোর মধ্যে প্রধান প্রধান সেবা গুলো হলঃ
১। গর্ভবতী সেবা
২। স্বাভাবিক প্রসব সেবা
৩। গর্ভত্তোর সেবা
৪। ৫ বছরের কম বয়সী শিশুর সেবা
৫। প্রজনন সেবা
৬। ইপিআই সেবা
৭। ভিটামিন 'এ' ক্যাপসুল বিতরণ ইত্যাদি ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS