৩নং পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ
বাঘা, রাজশাহী
উদ্যোক্তাদের সেবার তালিকা
1. জন্ম নিবন্ধন সেবা প্রদান করা হয়।
2. ফটোকপি করা হয়।
3. ছবি তোলা হয়।
4. কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়।
5. মৃত্যু সনদ প্রদান করা হয়।
6. চেয়ারম্যান এর নাগরিকত্ব প্রদান করা হয়।
7. কম্পিউটারে সকল প্রকার কম্পোস করা হয়।
8. ইন্টারনেটে সকল ধরণের কাজ করা হয়।
9. জমির খতিয়ানের এস এ, আর এস ও সি এ নকলের আবেদন করা হয়।
10.ওয়ারিশন এর সনদ প্রদান করা হয়।
11.অনলাইনে সকল ধরনের রেজাল্ট দেখানো হয়।
12.অনলাইনে সকল ধরনের ফরম পূরন করা হয়।
13.প্রজেক্টটার ভাড়া দিয়ে জনগনকে সেবা প্রদান করা হয়।
14.এখানে ছবি স্কান করা হয়।
15.Skype এর মাধ্যমে ভিডিও কল করান হয়।
16.পাসপোর্ট এর ফরম পূরণ করে জনগনের সেবা দেওয়া হয়।
17.কৃষি তথ্য প্রদান করা হয়।
18.এছাড়াও অন্যান্য বিভিন্ন সেবা প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস